সফটওয়্যার ব্যবহারের শর্ত সমূহ
- ইউজার তার ছবি চাইলে ব্যবহার করা না করার স্বাধীনতা সংরক্ষণ করে।
- নিজের নাম সঠিক ভাবে লিখতে হবে
সচল ফোন নাম্বার এবং সঠিক ইমেইল আইডি ব্যবহার করতে হবে
- এন আইডি/স্কুল/কলেজ/জন্ম নিবন্ধন এর সঠিক নাম্বার দিতে হবে।
- অধ্যায়নরত স্কুল/কলেজ অথবা চাকুরীরত প্রতিষ্ঠানের নাম,জন্ম তারিখ, যে মেসে বা হোস্টেলে অবস্থান করছেন সেই মেস/হোস্টেলের নাম, রুম নাম্বার, সিট নাম্বার উক্ত প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী দিতে হবে।
- বাড়ির অভিভাবকের নাম্বার এবং স্থায়ী ঠিকানা
এই সকল তথ্য শুধু মাত্র মেস/হোস্টেল এবং বর্ডারের নিরাপত্তা স্বার্থে ব্যবহৃত হবে
যে যে অপশনে অপশনাল থাকবে সেই অপশন গুলোর তথ্য কেবল মাত্র মেসের নিয়ম অনুযায়ী সংগ্রহ করা যাবে।
- সমস্ত শর্ত ইউজার স্বেচ্ছায় পূরণ সাপেক্ষে এই সফটওয়্যার ব্যবহারের অনুমতি পাবেন।
- ইউজারের ব্যক্তি গত সমস্তু তথ্য বাংলাদেশ তথ্য অধিদপ্তরের আইন অনুযায়ী নিরাপদে সংরক্ষণ থাকবে।
-
ইউজার চাইলে তার এ্যাকাউন্ট নির্দিষ্ট পলিসি অনুযায়ী রিমুভ/ডিলিট করতে পারবেন। তবে সে ক্ষেত্রে ক্রিয়েটিভ ম্যানেজার সাপোর্ট সেন্টারে অনুরুধ পাঠাতে হবে এবং প্রতিষ্ঠানের ডাটাবেজ থেকে স্থায়ী ভাবে ডিলিট করা হবে ।
- উক্ত মেস/হোস্টেলের যাবতীয় হিসাব সংক্রান্ত ডাটা কেবল মাত্র মেস/হোস্টেল নিজম্ব ইউজারগণ দেখতে এবং সংরক্ষণ করতে পারবেন। তা ক্রিয়েটিভ ম্যানেজার কোন ভাবে দেখতে পাবেনা।
- শুধু মাত্র একবার এ্যাকাউন্ট রেজিস্ট্রি করে এক জন ইউজার একই আইডি বিশ্বর যে কোন জায়গায় এই এপ্সে ব্যবহারের সুবিধা ভোগ করা যাবে।